ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

তালায় ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
তালায় ট্রাকচাপায় নিহত ১

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ট্রাকের চাপায় বাবুলাল রায় (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ জানুয়া‌রি) সকাল ৭টার দিকে উপজেলা সদরের পুরনো থানার সামনে খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুলাল রায়ের বাড়ি উপজেলার তেঁতুলিয়ার ‌তের‌ছি গ্রামে।

তিনি তালা ভূমি কার্যালয়ের নৈশপ্রহরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুলাল নাইট ডিউ‌টি শেষে ভাড়ায় চা‌লিত মোটরসাইকেলে করে বাড়ি ফিরছি‌লেন। প‌থে পুরনো থানার সামনে বিপরীত দিক থেকে একটি ট্রাক আসতে দেখে চালক ‌মোটরসাই‌কেল‌ ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে রাস্তায় প‌ড়ে যান বাবুলাল। এসময় ট্রাকটি তা‌কে চাপা দি‌য়ে চ‌লে যায়। পরে স্থানীয়রা বাবুলালকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।  

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বাংলা‌নিউজকে জানান, ট্রাকটি আটক করা গেলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।