ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত রাজু (২১) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৪টার দিকে রাজুসহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। টের পেয়ে ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই রাজু নিহত হন। এসময় তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন।  

এ বিষয়ে বিজিবি’র ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহা. মাসুদ জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।