ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

বুধবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে মহাসড়কের পল্লীবিদ্যুৎ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী সদর উপজেলার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ার গেদেলার ছেলে।

আহত ব্যক্তি একই ইউনিয়নের প্রসন্ন কুমারের ছেলে জগদিশ (৩২)।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিদা রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালিয়াডাঙ্গী থেকে কাজ শেষে বাড়ি যাওয়ার সময় পল্লীবিদ্যুৎ নামক এলাকায় লিয়ন এন্টারপ্রাইজ নামের একটি বালুর ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন তৈয়ব।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।