ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ৭ ঘণ্টা পর নবজাতক উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
শার্শায় ৭ ঘণ্টা পর নবজাতক উদ্ধার, আটক ১ উদ্ধার হওয়া শিশু ও পুলিশের হেফাজতে আটক নারী

বেনাপোল(যশোর):  যশোরের শার্শার নাভারণে পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি হওয়া নবজাতককে অবশেষে ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এসময় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালমা খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান জানান, ঘটনার পর থেকে তারা সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এক পর্যায়ে ঝিকরগাছা উপজেলার দোষতিনা গ্রাম থেকে নবজাতককে উদ্ধার ও সালমা খাতুন নামে এক নারীকে আটক করা হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

এর আগে বুধবার (২৩ জানুয়ারি) ভোরে যশোরের শার্শা উপজেলার মানকিয়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী নাসরিনের প্রসব বেদনা উঠলে নাভারণে পল্লী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে সকাল ৯টার দিকে সিজারিয়ানের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। শিশুটির খালা শিরিনের কোল থেকে আদর করার নাম করে অপরিচিত এক নারী কোলে তুলে নেয়। এসময় স্বজনদের ভিড়ের মধ্যে কৌশলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।