ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে এ রুটে বন্ধ রাখা হয়েছে সব ধরনের ফেরি চলাচল।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পেয়ে ফেরি চলাচল বন্ধ রাখেন চালকরা।  

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।

এ সময় ফেরিগুলো নদীর মাঝে নোঙর করে রাখা হয়।  

এছাড়া ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশকোচসহ ছোটবড় সব মিলিয়ে উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৪শ’ যানবাহন।

বিআইডব্লিউটিসি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের টিএস ফিরোজ আলম জানান, নদীতে হঠাৎ কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে গাড়ি পারাপারের জন্য পর্যাপ্ত ফেরি উভয় ঘাটে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি ফেরি যানবাহন লোড নিয়ে ঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছে। কুয়াশা কেটে গেলেই ফেরি চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।