ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাসান চর পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ভাসান চর পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত

ঢাকা: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বঙ্গোপসাগরের ভাসান চরে বাংলাদেশ সরকারের নির্মিত ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নোয়াখালীর দক্ষিণের চরটিতে হি লি যাচ্ছেন বলে জাতিসংঘের জেনেভা কার্যালয় থেকে জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের বিশেষ দূত লি।

এর আগে ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ড সফর করছেন তিনি। থাইল্যান্ড থেকেই বাংলাদেশ সফরে আসেন লি।

এ সফরকালে জাতিসংঘের বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। বাংলাদেশ সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ইয়াং হি লি।  

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এই বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও নেপিদো কর্তৃপক্ষ তাকে সেখানে প্রবেশে অনুমতি দিচ্ছে না ।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।