ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
কবিরহাটে পিকআপ ভ্যানচাপায় অটোরিকশার যাত্রী নিহত

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মো. মাওলা (৩০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মাওলা উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মৃত লোকমান হোসেনের ছেলে।

আহতরা হলেন-মোহাম্মদ উল্যা (৫০), নজরুল ইসলাম (২৪), কালা মিয়া (৬০), আবু সায়েদ (২০) ও কামাল উদ্দিন (৫০)।

স্থানীয়া বাংলানিউজকে জানান, সকালে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সুন্দলপুর থেকে কবিরহাট শহরে আসছিল। পথে দৌলতপুর এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকাশার যাত্রী মাওলা ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরো পাঁচ যাত্রী।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মো. হাসান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।