ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় হতাহত শ্রমিকদের মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
কুমিল্লায় হতাহত শ্রমিকদের মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা দুর্ঘটনাকবলিত ট্রাকের ফাইল ছবি

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত ও আহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী নিহত শ্রমিকদের এক লাখ এবং আহত শ্রমিকদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হবে।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় ইট ভাটার ১৩ জন শ্রমিক নিহত এবং পাঁচ জন শ্রমিক আহত হন।  

নিহতদের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। দুর্ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন।

এর আগে নিহত ১৩ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার ঘোষণা দেয় জেলা প্রশাসন। এছাড়া গঠন করা হয় পৃথক দু’টি তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।