ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে আগুনে পুড়লো ২০ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
শিবগঞ্জে আগুনে পুড়লো ২০ দোকান আগুনে ২০ দোকান পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৬ জানুয়ারি) ভোর রাতে বগুড়া-রংপুর মহাসড়ক সংলগ্ন মহাস্থান এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, মহাস্থানহাট সংলগ্ন স্থানীয় মিষ্টি পট্টির একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ও শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে আটটি মিষ্টির দোকান, একটি কাপড়ের দোকান, একটি হোটেল ও আরো ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মোজাহার হোসন বাংলানিউজকে জানান, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ চুলার উপর খড়ি রেখে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সংশ্লিষ্টরা। আর সেখান থেকেই রাতে আগুনের সূত্রপাত হয় এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে তাদের অন্তত ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারোয়ার হোসেন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।
 
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমবিএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।