ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর অঙ্গীকার বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর অঙ্গীকার বাস্তবায়নের দাবি মানববন্ধন, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বাবায়ক হারুন-অর-রশিদ ও কেন্দ্রীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সাত বছর ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছে তরুণ সমাজ। তরুণ প্রজন্মের এ দাবিকে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করেছিলো, ফের ক্ষমতায় এলে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে। তাই অবিলম্বে এ অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।