ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল করবে: রেলমন্ত্রী    

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল করবে: রেলমন্ত্রী     বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলানিউজ

নীলফামারী: আগামী দুই বছরের মধ্যে নীলফামারীর সীমান্তবর্তী চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি জানান, ভারত অংশে রেললাইনের কাজ সম্পন্ন হলেও বাংলাদেশ অংশের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। যা দ্রুতই সম্পন্ন হবে।

দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হলে সম্পর্কের মধ্যে নতুন পরিবেশ স্থাপন হবে।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে নীলফামারী রেলস্টেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা উল্লেখ করেন তিনি।  

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি, যাত্রীদের হয়রানিরোধে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির করা উদ্যোগ নেওয়া হয়েছে। যা ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

নুরুল ইসলাম সুজন আরও বলেন, বিএনপি-জামায়াতের সময় রেলকে ধ্বংস করা হয়েছিল। সেটিকে আবারও সচল করা হচ্ছে। রেলকে সচল করতে রেল কারখানাকে কার্যকর করার উদ্যোগ, রেলপথের সম্প্রসারণ, বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি রেলসেতু স্থাপন করা হবে।

সভায় জেলা প্রশাসক (ডিসি) বেগম নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।