ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ যুবলীগ কর্মী গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ঈশ্বরদীতে পিস্তল-গুলিসহ যুবলীগ কর্মী গ্রেফতার পিস্তল-গুলিসহ গ্রেফতার চমন হোসেন

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পিস্তল ও গুলিসহ চমন হোসেন (২৭) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের চর-রুপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চমন ওই ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চর-রুপপুর এলাকা থেকে চমনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত বাংলানিউজকে বলেন, চমনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ প্রায় ছয়/সাতটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।