ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধনী-গরিব বিভেদহীন দেশ গড়বো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ধনী-গরিব বিভেদহীন দেশ গড়বো অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পাশে অন্যরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ বঙ্গবন্ধুর গৃহীত নীতিই অনুসরণ করে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, কারও সঙ্গে শত্রুতা নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্ব করাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল নীতি।

শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের চ্যালেঞ্জ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত রূপরেখা নির্মাণ করেছেন, সেগুলোতে সহযোগিতা করাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম কাজ। বিভিন্ন দেশ যেন এই উন্নয়নের মহাসড়কে অংশীদার হতে পারে, অংশগ্রহণ করতে পারে, সাহায্য করতে পারে, সেই প্রচেষ্টা থাকবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

দেশ বর্তমানে শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা চাই এই অগ্রগতি আরও ত্বরান্বিত হোক। এজন্য আমরা বিদেশি রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা নিতে পারি। আমরা তাদের কাছ থেকে গুণগত শিক্ষা এবং উন্নত প্রশিক্ষণের ধারণা নিয়ে এগোতে পারি। আর এই বিষয়টিকে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নীতি হিসেবেই মনে করছি।  

আব্দুল মোমেন বলেন, আমরা আশা করি এমন একটি দেশ গড়বো, যেখানে ধনী-গরিব কোনো বিভেদ থাকবে না। সেজন্য আপনাদের সহযোগিতাও প্রয়োজন। দেশকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আপনাদের আইডিয়া থাকলে আমাদের কাছে শেয়ার করুন। নতুন নতুন আইডিয়া তৈরি করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম ঠান্ডু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এর আগে আয়োজনের শুরুতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ফাউন্ডেশনের শিল্পীরা বিভিন্ন আধুনিক গান, বঙ্গবন্ধুকে নিবেদিত গান এবং বাউল গান পরিবেশন করেন।

** সরকার এসডিজির লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এইচএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।