ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
সরকারি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, আটক ৪

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট।

শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিএমপির মনোগ্রামযুক্ত ভিজিটিং কার্ড এবং ফাঁকা জিডি কপি জব্দ করা হয়।

আটকরা হলেন- খালিদ বিন বাশার নাহিদ, আখতারুজ্জামান ওরফে কাজল, আব্দুর রউফ ও আনিসুজ্জামান ওরফে তপন।  

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, এ চক্রটি সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে নিজেদের পরিচয় দিয়ে এসএমএস করতো। পরবর্তী সময়ে তারা ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে ছেলে-মেয়েদের অপহরণ করবে বলে হুমকি দিতো।  

এছাড়া চক্রটি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে প্রতারণা করে আসছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।