ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কসবা সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
কসবা সীমান্তে ৯ বাংলাদেশি আটক আটক ৯ বাংলাদেশি। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের আটকদের কসবায় থানায় সোর্পদ করা হয়েছে। এর আগে, শুক্রবার (২৫ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী। বাকিরা শিশু। তারা সবাই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাসিন্দা।

কসবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, আটকরা গত সপ্তাহে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শুক্রবার দিনগত রাতে পুনরায় একইভাবে সালদা নদী সীমান্তের ২০৫০ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি-৬০ সালদা ক্যাম্পের জোয়ানরা। এদিকে অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা-যাওয়ায় সহযোগিতার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে খোকন মিয়াকে (দালাল) আটক করা হয়।  

এ ঘটনায় বিজিবি সালদা ক্যাম্পের ল্যান্স নায়েক আব্দুর রহিম বাদী হয়ে অবৈধভাবে দুই দেশে আসা-যাওয়ার অপরাধে থানায় মামলা দায়ের করেছেন। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে  বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।