ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকের হত্যা মামলার আসামি সিলেটে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ছাতকের হত্যা মামলার আসামি সিলেটে আটক র‌্যাব হেফাজতে আটক আলমাছ।

সিলেট: সুনামগঞ্জের ছাতক থানার হত্যা মামলার আসামি ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত মো. আলমাছকে (৪০) আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৬ জানুয়ারি) দুপর আড়াইটার দিকে সিলেট মহানগরের দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আলমাছ সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে।

বর্তমানে তিনি কদমতলী কামাল বক্সের কলোনিতে ভাড়া থাকতেন।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আলমাছ সুনামগঞ্জের ছাতক থানার একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং হত্যা মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তাকে আটকের পর ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।