ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে

গোপালগঞ্জ: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ভুল রাজনীতির কারণে বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলকে এখন হারিকেন জ্বালিয়ে খুঁজতে হয়। বিএনপি এতো ভ্রান্ত রাজনীতি করেছে এবং দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে যে ভাড়া করে নেতা এনে তাদের দল চালাতে হচ্ছে।  
 

শ‌নিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

বিএনপি নিজেদের বিপর্যয়ের অবস্থা বুঝতে পেরেই উপজেলা পরিষদ নির্বাচনে আসছে না। তবে আমরা কাউকে আমন্ত্রণ করে বাড়ি থেকে নিয়ে আসবো না।

দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে রেজাউল করিম বলেন, আমার মন্ত্রণালয়ে কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না। কর্মচারী বা কর্মকর্তা যে-ই হোন, কাউকে ছাড় দেওয়া হবে না। আমার বিশ্বাস দুর্নীতি আর অনিয়মমুক্ত করতে পারলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
 
এর আগে, মন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফা‌তেহা পাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, পিঅ্যান্ডডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হালিম, উপ-বিভাগী প্রকৌশলী (সিভিল) মির্জা শিবলী মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/ম) মো. অলীদুল ইসলাম খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সাবেক মেয়র ইলিয়াস হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।