ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘ভারতরত্ন’ প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
‘ভারতরত্ন’ প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

ঢাকা: সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্নে’ ভূষিত হওয়ায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ জানুয়ারি) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  

এর আগে শুক্রবার (২৫ জানুয়ারি) দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ তিনজনকে ভারতীয় বেসামরিক সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে।

 

এদিকে পুরস্কার ঘোষণার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনটি টুইট পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন প্রণব মুখার্জিসহ তিনজনকে।

মোদী বলেন, ‘প্রণব দা আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনায়ক। ’

১৯৫৪ সালের ২ জানুয়ারি ‘ভারতরত্ন’ পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।