ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শেকৃবিতে সুবিধাবঞ্চিতদের ‘২ টাকায় স্বপ্ন পূরণ’

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
শেকৃবিতে সুবিধাবঞ্চিতদের ‘২ টাকায় স্বপ্ন পূরণ’

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সুবিধাবঞ্চিতদের জন্য ‘২ টাকায় স্বপ্ন পূরণ’ নামে কেনাবেচার একটি আয়োজন করেছে ফেসবুকভিত্তিক সংগঠন ‘গ্রিন বাংলাদেশ’।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিটি পণ্য বিক্রি করা হয় মাত্র দুই টাকার বিনিময়ে। প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ মানুষ এখান থেকে তাদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য কেনেন।

অনুষ্ঠানের আয়োজকরা বাংলানিউজকে জানান, ‘গ্রিন বাংলাদেশ’র সদস্যরা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত জামা-কাপড় ও ঘরের অব্যবহৃত পণ্য দুঃস্থ মানুষদের জন্য নিয়ে এসেছেন এ আয়োজনে। এসব পণ্য বেছেছেন নামমাত্রই দামে। ’

এতে জামা কাপড়ের মধ্যে ছিল শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, শাড়ি এবং শীতের পোষাক। গৃহস্থালি জিনিসপত্রের মধ্যে ছিল কিচেন ওয়্যার, টুথপেস্ট, সাবান, নানা রকম সিরামিক পণ্য, চায়ের কাপ, গ্লাস, মগ, থালা, ছোট-বড় বিভিন্ন ধরনের স্টিলের চামচ ও পাতিল। এছাড়া বাচ্চাদের জন্য ছিল বার্বিডল, ডোরেমন পুতুল, অ্যানিমেল সেট, গাড়িসহ বিভিন্ন ধরনের খেলনা।

গ্রিন বাংলাদেশ’র কর্মীরা জানান, তাদের আয়োজন থেকে নামমাত্র দামে পণ্য কিনতে আশেপাশের বিভিন্ন বস্তি থেকে লোকজন ভিড় জমান।  ‘২ টাকায়’ পণ্য কিনতে মানুষের ভিড়।  ছবি: বাংলানিউজআগারগাঁও বস্তি থেকে আসা রিকশাচালক পরবত আলী বাংলানিউজকে বলেন, ‘দুই টাকার দোকান হওয়ায় আমি অনেক খুশি। সামর্থ্য নাই যে নতুন কাপড় কিনবো। কিন্তু আজকে আমি এখান থেকে শাড়ি আর ছেলের জন্য খেলনা কিনেছি। ’

গৃহিণী হাজরা খাতুন বলেন, ‘এমন দোকান আমি কোনো দিন দেখি নাই। স্যাররা আসলে আমাদের ফ্রিতেই দিচ্ছেন। আমি আজকে চামচ, পাতিল আর মেয়ের জন্য জামা কিনছি। ’

প্রতিটি পণ্যের জন্য দুই টাকা নেওয়ার কারণ জানতে চাইলে আয়োজনের প্রধান উদ্যোক্তা অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতেই এই উদ্যোগ নেওয়া। আমরা চাইলেই তাদের ফ্রিতে দিতে পারতাম। কিন্তু তা করিনি। কারণ তারা আজকে যা কিনেছে হয়তো দুই টাকায় তা কোনো দিনই কিনতে পারতো না। কিন্তু আজকে তারা কিনেছে। নিজেরা গর্ববোধ করছে। দুই টাকায় তাদের স্বপ্ন পূরণ করছে। ’

‘গ্রিন বাংলাদেশ’ গ্রুপের অ্যাডমিন কৃষিবিদ মো. বিল্লাল বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কাজ। আমাদের প্রায় পঁচাশি হাজার সদস্য রয়েছেন। এই সদস্যদের সহযোগিতায় আমরা এ ধরনের কার্যক্রম চালিয়ে থাকি। আমাদের অনেক পরিকল্পনা আছে। সামাজের উন্নয়নে ভবিষ্যতে আমরা আরও কাজ করে যাবো। ’

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।