ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মনোহরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
মনোহরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

কুমিল্লা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মো. বাচ্চু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী।

শনিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নে তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাচ্চু মিয়া উপজেলার বাইশগাঁও ইউনিয়নে তালতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে তালতলা গ্রামের বাসিন্দা মো. মমিন উল্লার ছেলে মো. মনির হোসেনের সঙ্গে ডোবার পানি নিয়ে কথা কাটাকাটি হয় বাচ্চু মিয়ার। এক পর্যায়ে মনির রেগে গিয়ে বাচ্চু মিয়াকে লাঠি দিয়ে আঘাত করেন। এলাকার লোকজন আহত বাচ্চু মিয়াকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।