ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে কলেজছাত্রীকে হত্যায় মামলা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ঝালকাঠিতে কলেজছাত্রীকে হত্যায় মামলা 

ঝালকাঠি: ঝালকাঠিতে কলেজছাত্রী বেনজির জাহান মুক্তাকে খুনের ঘটনায় মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, সোহাগ নামের এক যুবকসহ অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ ঘটনায় নলছিটি থানায় মামলা করেছেন।  

এদিকে মুক্তার পরিবার সূত্রে জানা গেছে, মাত্র ক’দিন আগে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মুক্তা।

 
 
সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পরে মোবাইল ফোনে ঘর থেকে ডেকে নিয়ে বাড়ির কাছে নলছিটি উপজেলার বড়ইকরণ গ্রামের নির্জন রাস্তায় গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে।

বেশ কিছুদিন আগে পটুয়াখালী জেলার কলাপড়া উপজেলার সোহাগ নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মুক্তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সম্প্রতি ওই সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রতিশোধ নিতে মুক্তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে নিহতের পরিবার।

এদিকে এ ঘটনায় মুক্তার বাড়িতে এখনও কান্নার রোল থামেনি। মুক্তার মা তাসলিমা বেগমসহ আত্মীয়-স্বজনরা শোকাহত। পাশাপাশি মুক্তার সহপাঠী ও শিক্ষকরাও শোকাহত। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।  

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।