ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অগমেন্টেড রিয়েলিটি ক্যালেন্ডার আনলো গ্রীন ডেল্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
অগমেন্টেড রিয়েলিটি ক্যালেন্ডার আনলো গ্রীন ডেল্টা গ্রীন ডেল্টা। ছবি: সংগৃহীত

ঢাকা: শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার মধ্যে সর্বপ্রথম অগমেন্টেড রিয়েলিটি (অজ) ক্যালেন্ডার নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় নন-লাইফ কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলন এবং প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গ্রীন ডেল্টার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ফারজানা চৌধুরী, উপদেষ্টা এবং প্রতিষ্ঠাকালীন এমডি নাসির এ চৌধুরি, কোম্পানি সচিব ও এএমডি সৈয়দ মইনুদ্দিন আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, অগমেন্টেড রিয়েলিটি উপভোগের সম্পূর্ণ প্রক্রিয়াটি একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়। গ্রীণ ডেল্টা তাদের ২০১৯ সালের অজ ক্যালেন্ডারের অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য ‘GD Calendar’ নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরী করেছে যা আইওএস অ্যাপস্টোর এবং অ্যান্ড্রয়েড গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

ডিজিটাল এই ডেস্ক ক্যালেন্ডারটি এমনভাবে কাজ করে যে, যখন কোন ব্যক্তি এই অ্যাপের মাধ্যমে ক্যামেরার ভিতর দিয়ে ক্যালেন্ডারের পাতায় থাকা স্থির চিত্রটি দেখে, তখন মোবাইলের স্ক্রীনে ক্যালেন্ডারের পাতায় থাকা স্থির চিত্রটি জীবন্ত হয়ে উঠবে এবং দেখা যাবে তার পিছনের বার্তা।

বাংলাদেশ সরকারের ডিজিটাল দেশ গড়ার চেতনার আঙ্গিকে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এরইমধ্যে সুগঠিত আইটি অবকাঠামো গড়ে তুলেছে। এর মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক কাঠামোকে রুপান্তরিত করেছে। বিমা শিল্পকে একটি ডিজিটাল মাইলফলকে পৌঁছে দেয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
 
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, বাংলাদেশের প্রযুক্তিগতভাবে সচেতন একটি প্রতিষ্ঠান হিসেবে গ্রীন ডেল্টা কোম্পানি দীর্ঘপথ চলায় সর্বদা প্রযুক্তির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে পথিকৃত হিসেবে সামনে এসেছে। দেশে সর্বপ্রথম ‘ডিজিটাল ইন্সুরেন্স’ এর পথ চলাও গ্রীন ডেল্টার হাত ধরেই শুরু হয় এবং তারা তাদের গ্রাহক ও সেবাগ্রহনকারীদের আরো বাস্তবমুখী সেবাদানের লক্ষ্যে গত বছর এই সেবাটি শুরু করে।

গ্রীন ডেল্টা তাদের সকল সেবা ও কাজে প্রযুক্তির ছোঁয়া রাখতে বদ্ধপরিকর এবং সম্প্রতিক অতীতে বিভিন্ন নিত্য নতুন ও আধুনিক উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি তা প্রমাণ করেছে।
 
গ্রীন ডেল্টার ২০১৯ সালের এই এআর ক্যালেন্ডারটি নিঃসন্দেহে গ্রীন ডেল্টা ডিজিটাল স্বপ্নের আরেকটি প্রতিচ্ছবি এবং এটি প্রমাণ করে যে, এই প্রতিষ্ঠানটি তাদের পদক্ষেপে প্রযুক্তিকে আলিঙ্গন করার মাধ্যমে নিজেদেরকে একটি ডিজিটাল সত্তা হিসেবে রুপান্তরিত করছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

ইউটিউবে দেখতে ক্লিক করুন...

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএফআই/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।