ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
ঈশ্বরদীতে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক বিদেশী মদ। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনার ঈশ্বরদীতে দুই বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর ওয়াপদা গেটের কাছ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, আটটি সিম কার্ড, একটি মোটর সাইকেল ও নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয় হয়।

আটককৃতরা হলেন ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের আজিজুল প্রামানিক এর ছেলে আজমল হোসেন (২৮) এবং দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামের আব্দুর রাজ্জাক প্রমানিকের ছেলে রফিকুল ইসলাম (৩২)।

র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আটককৃতদের নামে মাদক আইনে মামলা করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়ঃ ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।