ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাত্রদলের ৩ নেতাকে পুলিশে সোপর্দ করলো ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বরিশালে ছাত্রদলের ৩ নেতাকে পুলিশে সোপর্দ করলো ছাত্রলীগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) ছাত্রদলের তিন নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা রাফসান জানি আবির, আবু তালহা ও মাহফুজুর রহমান শিমুল।

এরা তিনজনই ৪৪তম ব্যাচের ছাত্র ও সদ্য শেবাচিম হাসপাতালে যোগদানকৃত ইন্টার্ন চিকিৎসক।

মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আল মামুন বলেন, ছাত্রদলের ওই তিন নেতার মধ্যে রাফসান জানি আবির মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি, আবু তালহা সাধারণ সম্পাদক ও মাহফুজুর রহমান শিমুল সহ-সভাপতি। এরা ক্যাম্পাসের বাইরে থেকে গত নির্বাচনের পূর্বে মেডিকেল কলেজে সরকার বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

পাশাপাশি তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়। নির্বাচনের পরে তারা পালিয়ে বেড়ালেও মঙ্গলবার ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ক্যাম্পাসে পেয়ে পুলিশের হাতে তুলে দেয় বলেও জানান তিনি।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।