ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবা ও তিন লাখ টাকাসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সিরাজগঞ্জে ইয়াবা ও তিন লাখ টাকাসহ নারী আটক আটক মরিয়ম বেগম। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৫১০ পিস ইয়াবা ও নগদ তিন লাখ ১৭ হাজার টাকাসহ মরিয়ম বেগম (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার পুনর্বাসন বড় শিমুল পঞ্চসোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মরিয়ম ওই গ্রামের হায়দার আলী টিক্কার স্ত্রী।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মরিয়মের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে  ৫১০ পিস ইয়াবা  ও নগদ তিন লাখ ১৭ হাজার টাকা পাওয়ায় তাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।