ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
মাগুরায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৪ প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শক্রবার (১ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

তাদের নামে থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি  আরো জানান, জেলার নতুন বাজার, নিজনান্দুয়ালী, পারন্দুয়ালী এলাকা থেকে মাদকবিক্রেতা ও মাদক সেবনকারী ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।