ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে টাক্টর উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সেনবাগে টাক্টর উল্টে চালক নিহত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে মাটিবাহী টাক্টর (পাওয়ার টিলার) উল্টে এর চালক আবু জাহের (২৫) নিহত হয়েছেন।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে ছাতারপাইয়া-চিলাদী সড়কের মুন্সি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাহের ছাতারপাইয়া এলাকার শালি সর্দার বাড়ির রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে মাটি ভর্তি টাক্টর নিয়ে স্থানীয় মায়ের দোয়া ইটভাটায় যাচ্ছিলেন জাহের। পথে মুন্সি বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে টাক্টরটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মাটির নিচে চাপা পড়েন জাহের। খবর পেয়ে ইটভাটার শ্রমিক ও স্থানীয় লোকজন এসে মাটির নিচ থেকে মৃত অবস্থায় জাহেরকে উদ্ধার করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।