ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অপহরণের ১ দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
অপহরণের ১ দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠি জেলার সদর থানা এলাকা থেকে সাদিয়া বেগম (৯) নামে অপহৃত একটি শিশুকে একদিন পরে উদ্ধার করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সদস্যরা।

 

পাশাপাশি এ ঘটনায় অপহরণকারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার শ্রী নগর এলকার সুভাষ মালাকারের স্ত্রী রুমা মালাকারকে (১৮) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৮ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুরের কানুনিয়া এলাকার নূর আলমের মেয়ে সাদিয়াকে সদর থানা থেকে অপহরণ করা হয়।

শিশুটির পরিবার সন্ধ্যার পর মেয়েকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে বৃহস্পতিবার র্যাবকে অবহিত করে।

র্যাব অনুসন্ধানে নেমে বিভিন্ন প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারী শিশুটিকে নিয়ে ঝালকাঠি জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।  

র্যাব-৮, বরিশাল এর এএসপি মুকুর চাকমা’র নেতৃত্বে বিকেল ৩ টার দিকে বাসস্ট্যান্ড থেকে শিশু সাদিয়াকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীকে গ্রেফতার করে।

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
 এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।