ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে ৫ ইটভাটার মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
মহেশপুরে ৫ ইটভাটার মালিককে জরিমানা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের অনুমোদনহীন ৫টি ইটভাটার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত জানান, জেলা প্রশাসকের নির্দেশে মহেশপুর উপজেলার ন্যাপা, পাতিবিলা, মন্ডবিলা ও কাজীরবেড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পোড়ানো এবং জেলা প্রশাসকের অনুমতি না থাকায় মেসার্স বাহার বিক্সস্, মাসুম বিক্সস্, সোহাগ বিক্সস্, রুমা বিক্সস্ ও ভাই ভাই বিক্সস্ এর মালিককে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভাটাগুলোর ব্যারেল চিমনি ভেঙে ফেলা হয় এবং ভবিষ্যতে ইটভাটা চালাতে হলে নিয়ম-নীতি মেনে চালানোর জন্য ভাটা মালিকদের সতর্ক করা হয়।

তিনি আরোও জানান, এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।