ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা নিহত হওয়ার ঘটনায় মামলা 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা নিহত হওয়ার ঘটনায় মামলা 

ঈশ্বরদী (পাবনা): দুর্বৃত্তদের হাতে নিহত হওয়া পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি)  দিবাগত রাতে নিহত মুক্তিযোদ্ধার ছেলে তানভীর রহমান তন্ময় বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেছেন।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সদস্য, মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমের ছেলে তন্ময় বাদী হয়ে অজ্ঞাতনামা ও দুষ্কৃতিকারীদের আসামি করে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা নং-১২ (ঈশ্বরদী থানা) 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, এ হত্যাকাণ্ডে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।  

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।