ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
দিনাজপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, আটক ১

দিনাজপুর: দিনাজপুরে ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. মিলন‍ (৩০) নামে এক যুবককে ‍আটক করেছে পুলিশ। 

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর শহরের পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।  

আটক মিলন বিরল উপজেলার মোকলেসপুর গ্রামের মনসুর আলীর ছেলে।

 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, আটকের সময় মিলনের কাছ থেকে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইডি কার্ড পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।