ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে সৌদি নাগরিক মৃত্যুর ঘটনায় ২ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
গৌরীপুরে সৌদি নাগরিক মৃত্যুর ঘটনায় ২ মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে আবু নাছের আল দুসারী (৪৮) নামে এক সৌদি নাগরিকের মৃত্যুর ঘটনায় পৃথক আইনে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। 

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকালে মামলা দু’টি দায়ের করা হয়।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামে সানির বাড়িতে অতিরিক্ত মদ্যপানের ঘটনায় সৌদি নাগরিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এজন্য সানিকে আটকের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এর পাশাপাশি থানায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

এর আগে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামে অতিরিক্ত মদ্যপানের ফলে সৌদি নাগরিক আবু নাসের আর দুসারীর মৃত্যু হয়। নিহতের জব্দকৃত পাসপোর্ট থেকে জানা যায়, তিনি সৌদি আরবের দাম্মাম নগরের বাসিন্দা। তার বাবর নাম ফালেহ।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।