ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
রাজধানীতে ইয়াবাসহ আটক ৩ র‍্যাব হেফাজতে মাদকবিক্রেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. মাহবুব শেখ (২৭), ফারজানা আক্তার সোনিয়া (২৩) ও মৌসুমি (২৪)।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুগদায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে মাদকবিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।