ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে ট্রাক থেকে কাঁচ নামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
পাঁচবিবিতে ট্রাক থেকে কাঁচ নামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাক থেকে কাঁচ নামাতে গিয়ে রেজাউল আকন্দ (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
 

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচবিবি স্টেশন রোড সংলগ্ন মা হার্ডওয়্যার দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পাঁচবিবি পৌরসভার দানেজপুর এলাকার জালাল আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাক থেকে কাঁচ নামানোর সময় ব্যবসায়ী রেজাউল আকন্দ ট্রাকের পেছনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে ট্রাকের উপর থেকে কাঁচের বান্ডিল রেজাউলের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে বগুড়াতে নিয়ে যাওয়ার পথে মহাস্থান এলাকায় তিনি মারা যান।  

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।