ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্লেনযোগে ঢাকায় এলো ইয়াবা, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
প্লেনযোগে ঢাকায় এলো ইয়াবা, আটক ৪

ঢাকা: কক্সবাজার থেকে প্লেনযোগে ঢাকায় আসার পর ইয়াবার একটি বড় চালান আটক করেছে র‌্যাব-১। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিমানবন্দরের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহরিয়ার পারভেজ, জাহাঙ্গীর, নেপাল পাল ও হাবিব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান বাংলানিউজকে জানান, কক্সবাজার থেকে প্লেনযোগে ইয়াবার এ চালান নিয়ে ঢাকায় আসেন শাহরিয়ার। বিমানবন্দর থেকে বের হয়ে চালানটি সরবরাহের সময় শাহরিয়ারসহ চারজনকে আটক করা হয়। এসময় শাহরিয়ারকে তল্লাশি করে তার কোমরে থাকা বেল্ট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর ইয়াবাবিক্রেতা শাহরিয়ার নিজেকে রেডিসন ব্লু  হোটেলের জেনারেল ম্যানেজার (জিএম) বলে দাবি করেন। কিন্তু যাচাই করলে পরিচয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়।
 
শাহরিয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, সে এর আগেও অসংখ্যবার প্লেনযাত্রী হিসেবে ২০/২৫ হাজার পিস ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন। চালান আনার জন্য কখনো দিনে দু’বারও কক্সবাজার-ঢাকা যাতায়াত করতেন।
 
আটক জাহাঙ্গীর সবসময় শাহরিয়ারের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন জায়গায় মাদকবিক্রেতাদের সরবরাহ করে আসছিলেন। হাবিব জাহাঙ্গীরের সহযোগী হিসেবে কাজ করতেন। নেপাল পুরান ঢাকার তাঁতী বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী। তিনি স্বর্ণ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসাও করে আসছিলেন।
 
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর রাকিবুজ্জামান।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।