ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হারকিউলিসকে খোঁজা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
হারকিউলিসকে খোঁজা হচ্ছে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল/ছবি: বাংলানিউজ

ঢাকা: হত্যা করে লাশের মধ্যে যারা হারকিউলিস নামে চিরকুট ঝুলিয়ে রেখেছে তাদের খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ার একটি স্কুলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষকদের অবশ্যই কঠোর শাস্তি হওয়া উচিত।

কিন্তু হারকিউলিস নামে যারা হত্যা করে লাশে চিরকুট ঝুলিয়ে রাখছে তাদের খোঁজা হচ্ছে। আইনের আওতায় নিয়ে আসা হবে।
 
সুন্দর বাংলাদেশ গঠনে মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। এই সুন্দর বাংলাদেশ গঠনের নিয়ামক আগামী প্রজন্ম। এ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে হবে।
 
মাদক থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।