ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার বাংলাবাজারে আগুনে পুড়ল ১০ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ভোলার বাংলাবাজারে আগুনে পুড়ল ১০ দোকান ভোলার বাংলাবাজারে আগুনে পুড়ল ১০ দোকান

ভোলা: ভোলার উপ-শহর বাংলাবাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ১০টি দোকান। শুক্রবার দিনগত রাত ২ টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বিদ্যুৎ অফিস সংলগ্ন মার্কেটে এ আগুনের সুত্রপাত হয়।

আগুনে চায়ের দোকান, ফাস্টফুট, কনফেকশনারীসহ ১০টি দোকান পুড়ে যান।

ভোলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোঃ আক্তার হোসেন জানান, রাতে আগুনের খবর পেয়ে ভোলা, বোরহানউদ্দিন ও দৌলতখানের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে ৪টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। সেখানকার একটি দোকানের বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, রাত ২ টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। এতে মুহূর্তের মধ্য আগুন চারপাশের দোকান ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে সম্পূর্ন ও আংশিক মিলিয়ে ১০ দোকান পুড়ে গেছে।

গত এক মাসে ভোলা সদরের ইলিশা, পরানগঞ্জ, কসাইপট্রি, তজুমদ্দিন, চরফ্যাশন ও বাংলাবাজারে আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। হঠাৎ করেই আগুনের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।