ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় বিষাক্ত মদপানে ২ বোনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
গজারিয়ায় বিষাক্ত মদপানে ২ বোনের মৃত্যু

ঢাকা: মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী বাজার এলাকায় বিষাক্ত মদপানে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত দুই নারী হলেন- চায়না ও চামেলি। তাদের বয়স ২৫ থেকে ৩০ হবে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে মদপানে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদের মৃত্যু হয়।

মৃত চামেলির স্বামী মন্টু বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে বাজার থেকে মদ কিনে এনে তিনিসহ কয়েকজন তা পান করেন। এরপর হঠাৎ চামেলি ও তার বোন চায়নাসহ অজ্ঞাতপরিচয় আরেকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে শনিবার সকালে চিকিৎসক চামেলি ও চায়নাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ দু'টি মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশীদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।