ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
মধুপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় ফরহাদ হোসেন (৩২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ সড়কের গাংগাইর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের  রইজ উদ্দিনের ছেলে এবং পেশায় টাইলস্ মিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফরহাদ। পথে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গাংগাইর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে এসে তাকে চাপা দিয়ে বাসস্ট্যান্ডে ইউসুফের দোকানে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত হয় ফরহাদ।  

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের অংশ বিশেষ কেটে আহত ফরদাদকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।  

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসচালক নজরুলকে রাত ১০টার সময় আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।