ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতে খুলনায় ৯ খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
জানুয়ারিতে খুলনায় ৯ খুন জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

খুলনা: খুলনা জেলার নয়টি উপজেলা ও মহানগরের আটটি থানায় জানুয়ারি মাসে ৯টি খুনের ঘটনা ঘটেছে। একইসঙ্গে বিভিন্ন ঘটনায় মামলা দায়ের হয়েছে ৫২০টি।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়- খুলনা জেলার নয়টি উপজেলায় গত জানুয়ারি মাসে চুরি ছয়টি, খুন পাঁচটি, অস্ত্র আইন দু’টি, ধর্ষণ একটি, নারী ও শিশু নির্যাতন ছয়টি, নারী ও শিশু পাচার দু’টি, মাদকদ্রব্য ১১৫টি এবং অন্যান্য ৬৬টিসহ মোট ২০৩টি মামলা দায়ের হয়েছে।

গত ডিসেম্বর মাসে এ সংখ্যা ছিল ১২৯টি।

মহানগরের আটটি থানায় জানুয়ারি মাসে ডাকাতি একটি, চুরি দশটি, খুন চারটি, অস্ত্র আইন দু’টি, দ্রুত বিচার একটি, ধর্ষণ একটি, নারী ও শিশু নির্যাতন সাতটি,  মাদকদ্রব্য ২৭২টি এবং অন্যান্য আইনে ১৯টিসহ মোট ৩১৭টি মামলা দায়ের হয়েছে। গত ডিসেম্বরে  মাসে এ সংখ্যা ছিল ১৪৯টি।

খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপত্বিতে তার সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা জেলা ম্যাজিস্ট্রেট বলেন, শতভাগ মাদক নির্মূলে যৌথ উদ্যোগের কোনো বিকল্প নেই। খুলনা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে টাস্কফোর্স অভিযান পরিচালিত করা হবে।  

তিনি বলেন, ময়ূর নদীসহ ২২ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে এবং ব্যাপক জনসচেতনতার জন্য মাইকিং করা হবে। ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে অভিযান কার্যক্রম অব্যাহত আছে।  

তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বলেন, জনগণকে সেবা দিতে সব চিকিৎসক ও নার্স কর্তব্য পালন করে যাচ্ছেন। খুলনা বেসরকারি ক্লিনিকগুলোকে যাচাই-বাছাই করে অনলাইনের মাধ্যমে নতুন লাইসেন্স দেওয়া হবে। এর ফলে স্বাস্থ্য বিভাগে প্রধানমন্ত্রীর দেওয়া ১০০ দিনের কর্মসূচির সফল বাস্তবায়ন হবে।  

তিনি সবার অবগতির জন্য জানান, আগামী ১৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনা স্বাস্থ্য বিভাগের উন্নয়নমূলক ফলক উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আগামী এক মাসের মধ্যে খুলনা জেলাকে মাদকমুক্ত করা হবে। মাদক নিয়ে নিরীহ লোককে হয়রানি করা হবে না। তদবিরকারীদের নামের তালিকাও প্রকাশ করা হবে।  

তিনি বলেন, সুশাসন নিশ্চিত করতে পারলে এই শহরকে দুর্নীতিমুক্ত করা যাবে। তাই সুশাসন প্রতিষ্ঠিত করতে তিনি সবার নিজ নিজ কাজ সততার সঙ্গে করার অনুরোধ জানান।

সভায় সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, সব ইউএনওসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।