ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে লাইসেন্সকৃত বন্দুকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
বাগেরহাটে লাইসেন্সকৃত বন্দুকসহ আটক ৩

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে লাইসেন্সকৃত বন্দুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (১০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের আমুরবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার বাঁশতলা গ্রামের বাবুল ফকির (৪৮), মোরেলগঞ্জের আমুরবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩০) ও মধ্য আমুরবুনিয়া গ্রামের সেলিম খানের ছেলে রাকিব খান (২৫)।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, বাবুল তার নামে লাইসেন্স করা বন্দুক নিয়ে ভোরে আমুরবুনিয়া এলাকায় অবস্থান করছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন ইব্রাহিম ও রাকিব। অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাদের আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। ওই সময় তারা কেন অস্ত্রসহ অবস্থান করছিলেন তা জানতে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য পাওয়া যাবে।

বাংলাদেশ  সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।