ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ অধিবেশনে যোগ দিলেন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
সংসদ অধিবেশনে যোগ দিলেন এরশাদ

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত ৩০ জানুয়ারি একাদশ সংসদের অধিবেশন শুরু হলেও এরশাদ যোগ দিলেন রোববার (১০ ফেব্রুয়ারি)।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হন এরশাদ। ৩ জানুয়ারি তিনি শপথ গ্রহণ করেন।

এরপর একাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এরশাদকে বিরোধী দলের নেতা নির্বাচন করে।  

অসুস্থতার কারণে অধিবেশনের শুরু থেকে যোগ দিতে পারেননি এরশাদ। সিঙ্গাপুরে বেশ কিছুদিন চিকিৎসা শেষে গত ৪ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯ 
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।