ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় দিনমজুরের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
খুলনায় দিনমজুরের মরদেহ উদ্ধার

খুলনা: খুলনায় আব্দুর রাজ্জাক শেখ ওরফে রজব (৩২) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর নতুন বাজার বেড়িবাঁধ এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল মালেক শেখের ছেলে ও দিনমজুরের কাজ করতেন।

খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপী নাথ সরকার বাংলানিউজকে জানান, দুপুরে বেড়িবাঁধ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ওই ব্যক্তির গলায় রশি দিয়ে শ্বাসরোধের চিহ্ন পাওয়া গেছে। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলেও জানান এসআই গোপী নাথ সরকার।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।