ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ফেনসিডিল ও ইয়াবাসহ ট্রাকচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
নরসিংদীতে ফেনসিডিল ও ইয়াবাসহ ট্রাকচালক আটক মাদকসহ আটক ট্রাকচালক। ছবি-বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীতে ২৭০ বোতল ফেনসিডিল, ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫ হাজার টাকাসহ তাজ উদ্দিন (৪৫) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এসময় এসব মাদকবহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড চেকপোস্টে তাকে আটক করা হয়।

পরে রোববার বিকেলে পুলিশ সুপারের কার্য্যালয়ে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

আটক তাজ উদ্দিন সিলেটের জকিগঞ্জ থানার সোনাসার গ্রামের ছলু মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে গাজীপুরগামী পাথরবাহী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকে ২৭০ বোতল ফেনসিডিল, ১০ হাজার ইয়াবা ও ৫৫ হাজার টাকা পাওয়ায় ট্রাকসহ চালক তাজ উদ্দিনকে আটক করা হয়।  

নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, মাদকসহ আটক ট্রাকচালকের বিরুদ্ধে বেলাব থানায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।