ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেলের আরোহী ২ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
নরসিংদীতে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেলের আরোহী ২ নিহত

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার মাধবদীর পৌলানপুরে মালবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। 

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় পৌলানপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি (২৮), মাধবদী টাটাপাড়া মহল্লার মাহফুজুর রহমানের ছেলে রকসি (২৫)।

আহত নরসিংদী কাউরিয়া পাড়া মহল্লার মৃত বাছেদ কমিশনারের ছেলে নওশাদ মাহমুদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে নরসিংদীগামী মালবাহী একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যায় এবং অপর জন আহত হয়।  

পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কার্ভাডভ্যানসহ চালক ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯/আপডেট: ১৯৫৫ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।