ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুদকে যোগ দিলেন নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
দুদকে যোগ দিলেন নতুন সচিব

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব মুহাম্মদ দিলোওয়ার বখত (রোববার, ১০ ফেব্রুয়ারি) কাজে যোগ দিয়েছেন। তিনি দুদকের সাবেক সচিব ড. মো. শামসুল আরেফিনের স্থলাভিষিক্ত হলেন।

যোগদান করেই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সচিব।  

এসময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এদেশের মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা।

আর দুর্নীতি দমনের আইনি দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের। তাই কমিশনের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে স্বচ্ছতা ও একাগ্রচিত্তে  দায়িত্বপালন করতে হবে।

নতুন সচিব সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

কর্মজীবনে তিনি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসক, বিভাগীয়ক মিশনারসহ মাঠ প্রশাসনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

দুদকে যোগদানের আগে সচিব পদে পদোন্নতি পেয়ে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন মুহাম্মদ দিলোওয়ার বখত। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।