ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মানসম্মত শিক্ষা নিশ্চিত হলেই লক্ষ্যে পৌঁছাতে পারবো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
মানসম্মত শিক্ষা নিশ্চিত হলেই লক্ষ্যে পৌঁছাতে পারবো বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ঢাকা: ‘আমরা যে লক্ষ্য ঠিক করি তার মূলে রয়েছে মানসম্মত শিক্ষা। মানসম্মত শিক্ষা নিশ্চিত হলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’ 

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) মিলনায়তনে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০১৮ এর ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষার মান নিশ্চিত করতে হলে শুধু জিপিএ-৫ হলেই হবে না, পড়ালেখার বাইরে নৈতিকতা, আত্মবিশ্বাসের মাপকাঠি দিয়ে ভারসাম্যপূর্ণ করে তুলতে হবে।

শিক্ষা বিষয়ক তথ্য সঠিকভাবে সন্নিবেশ, তথ্যের বিশ্লেষণ ও সঠিক কাজে লাগানোর মাধ্যমে শিক্ষাব্যবস্থার উন্নয়ন সম্ভব। নীতিনির্ধারণী পর্যায়ে তথ্যকে কাজে লাগানো সম্ভব হবে।

‘আমাদের শিক্ষাব্যবস্থা, জীবন-যাপন পদ্ধতি নিয়ে হীনমন্যতার কোনো কারণ নেই। আমাদের শিক্ষাব্যবস্থারও সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। শিক্ষা পদ্ধতির জন্য শুধুই পাশ্চত্যের দিকে যেন তাকিয়ে না থাকি। তবে পাশ্চাত্যের ভালো অংশটুকু গ্রহণ করতে হবে। ’ 

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শিক্ষক অনুপস্থিতির বিষয়টি শিক্ষা জরিপে তুলে আনার তাগিদ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সরকারের কাজগুলো তুলে ধরতেও সঠিক পরিসংখ্যানের প্রয়োজন। 'কিছুই হয়নি' বলে যারা রব তোলেন সেই সব গোষ্ঠীর বিরুদ্ধে সঠিক তথ্যগুলো কাজে লাগবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।

ব্যানবেইস পরিচালক মো. ফসিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দফতরগুলোর কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।