ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় বিমান বাহিনী প্রধান বীরেন্দর সিং ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ভারতীয় বিমান বাহিনী প্রধান বীরেন্দর সিং ঢাকায়

ঢাকা: ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল বীরেন্দর সিং ধানোয়া বাংলাদেশ সফরে এসেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী কমলপ্রীত ধানোয়াও।

রোববার (১০ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছেছেন বলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

বীরেন্দর সিং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে এ সফরে এসেছেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।  

দুই দেশের বিমান বাহিনীর মধ্যে সম্প্রীতি বাড়াতেই এই সফর বলে জানানো হয় হাইকমিশনের পক্ষ থেকে।  

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।