ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চিরিরবন্দরে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
চিরিরবন্দরে দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত ছবি : প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবনন্দরে গরু বোঝাই নছিমন ব্রিজ থেকে পড়ে তফিকুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ইছামতি কলেজ মোড় ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। তফিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার যশাই হাট এলাকার দূর্গাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নুর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমবাড়ী থেকে রানীরবন্দর হাট যাওয়ার পথে ইছামতি কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি ব্রিজের নিচে পড়ে যায়। এতে তফিকুল ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, তফিকুলের পকেটে ১ লাখ ৪৮ হাজার ২১০ টাকা পাওয়া গেছে। এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।