ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
রংপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাক চালক।

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কলাবড়ই এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রফিকুলের বাড়ি পীরগঞ্জ উপজেলায়।

রংপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে কলাবড়ই এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়। এসময় আহত হন অপর ট্রাক চালক। তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।  

এদিকে, এ ঘটনায় ঢাকা-রংপুর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।